Ads

Ticker

6/recent/ticker-posts

ভালোবাসার ব্যবচ্ছেদ

আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তোমার পরিপূর্ণ আবাসন,
চিন্তা চেতনা মন ও মননে তুমিই,
প্রতিটি নিঃশ্বাসে ধ্রুব তারার মতো বিরাজমান। 
চাপা অভিমানে ঘন্টাকয়েক কথা না বলাকে ভালোবাসাহীনতা বলে কি?

আমার প্রতিটি রক্তকণিকায় তোমারই উপস্থিতি স্পষ্ট 
তুমি ছাড়া কোন স্বপ্ন নেই আমার;
নেই কোন বর্তমান বা ভবিষ্যৎ 
তারপরও কি বলতে হবে- "ভালোবাসি"?

ভালোবাসা মার্কেটিং এর কোনো বিষয় নয়'
নয় কোন পণ্য বা সেবা।
যার ভালোবাসা যতটা গভীর, 
প্রকাশ তার ততটাই কম।
তুমি সেটা ভালোই জানো
তারপরও বলছো একতরফা ভালোবাসা,
এটা কি ভালোবাসার অপমান নয়?

একতরফা ভালোবাসাতেই যদি দ্বিমাত্রিক অধিকার আর চিরস্থায়ী ভরসা অটুট থাকে তাহলে একতরফা আর দু'তরফায় আমি কোনো পার্থক্য খুঁজে পাই না!

তোমার ভালোবাসার সংজ্ঞা খুব সেকেলে আর গতানুগতিক,
যা আমাকে আর আমার ভালোবাসাকে খাটো করে দেয়।

আমাকে অহংকারী বলো তুমি, 
এতে আমি বিচলিত নই মোটেও 
আমি তো আমাকে জানি।
হ্যাঁ, মাঝে মাঝে আমি ভীষণ স্বেচ্ছাচারী আর বদমেজাজি বটে।
কিন্তু দিনশেষে আমিতো কোমল হৃদয়ের এক রোমিও।
তাই আমার কল্পনার জুলিয়েটকে আমার নেতিবাচক দিকগুলো মেনে আর মানিয়ে নিয়েই আমাকে ভালোবাসতে হবে।




 

Post a Comment

0 Comments

তুমি আমার হবে একদিন