Ads

Ticker

6/recent/ticker-posts

প্রতিটি মানুষের জীবনে একটা মানুষ থাকে


 জীবনে একটা মানুষ থাকে, সঙ্গে না থেকেও থাকে!

এই অন্তরে।

তাকে দেখতে ইচ্ছে করে কিন্তু দেখতে আর পাওয়া হয় না।

একটা মানুষ থাকে, যাকে এখানে ওখানে খুঁজলেও পাওয়া আর হয় না।

কিন্তু চোখ বন্ধ করলেই ঠিক হৃদয়ে সে ভেসে উঠে।

একটা মানুষ থাকে, যাকে অন্তরের সমস্ত কথা বলতে ইচ্ছে করে,

ইচ্ছে করে একসাথে বসে একটু সময় কাটাতে।

ইচ্ছে তো করেই,

তাকে হাসি কান্না, সুখ দুঃখ সমস্ত বিলিয়ে দিতে।

একটা মানুষ থাকে, যার কথা শত ব্যস্ততার মাঝেও মনে পড়ে।

জানতে ইচ্ছে করে, সে কেমন আছে এখন?

জানতে তো ইচ্ছে করেই, আমার কথা তার কি একটুও মনে পড়ে না?

দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে দু'ফোটা চোখের জল ফেলে তাকে মনে করতে তো ভালোই লাগে।

একটা মানুষ থাকে এই বুকের মাঝে,

প্রতিটা নিঃশ্বাসে যাকে সবসময় প্রার্থনায় রাখা হয়।

গভীর মগ্নে থেকে ঈশ্বরের সাথে,

তাকে নিয়ে দুই একটা গল্প করা যায়।

একটা মানুষ থাকে, এই হৃদয়ে সবসময়ই।

গোটা জীবনের জন্য মানুষটা থেকেই যায়।

গোটা জীবনটা কাটাতে ইচ্ছে করে মানুষটার অপেক্ষায়।

কোন একসময় হয়তো এসে বলবে, "ভালোবাসি'' এইটুকুন আশায়।

জীবনের সময়গুলো ধীরে ধীরে শেষ হতে থাকে,

তবুও সে মানুষটা থাকে, এই হৃদয়ে।

থেকেই যায় গোটা জীবনের জন্যে।

জীবনে একটা মানুষ থাকে


কথায়~~সমেশ রায় (অর্ক)

Post a Comment

0 Comments

তুমি আমার হবে একদিন