Ads

Ticker

6/recent/ticker-posts

রিলেশনের শুরুতে ছেলেটার আগ্রহ থাকলেও ধীরে ধীরে তা কমতে থাকে


 একটা রিলেশন যখন শুরু হয় তখন সব কিছু একটু অন্য রকম থাকে।প্রথমে ছেলে টা অনেক বেশি আগ্রহী থাকে মেয়েটার জন্য। অনেক কথা বলে,এমনকি রাত পুরা পার হয়ে যায় কথা বলতে বলতে।মেয়েটা বেশি কথা না বললেও ছেলেটা অনেক কথা বলে।


কিন্তু যখন রিলেশন একটু পুরাতন হয়ে যায় তখন ছেলেটা কথা বলা কমায় দেয়।তখন মেয়েটা অনেক বেশি কথা বলে।মেয়েটা চুপ হতে চায় না।যেটা আগে ছেলেটা করতো সেটা এখন মেয়েটা করে।ছেলেটা চুপ থাকে।ছেলেটার কথা শেষ হয়ে যায়।তাহলে ছেলেটা প্রথমে এতো কথা কেন বলতো?সেটা কি মেয়েটাকে পটানোর জন্য বলতো নাকি যে পরে কথা শেষ হয়ে যায়।রিলেশনের প্রথমে মেয়েটা কোন ভুল করলে ছেলেটা মানিয়ে নিত।


কিন্তু যখন রিলেশন পুরান হয়ে যায় তখন তারা কোন বাহানা দেখিয়ে ঝগড়া লাগিয়ে দেয়।যা মেয়েটা কে শুধু কষ্ট দেয় আর কান্না করায়।কারন মেয়েটা তখন ছেলেটা কে অনেক বেশি ভালোবাসতে শুরু করে।কিন্তু ছেলেটার কাছে মেয়েটা সস্তা হয়ে যায়। মেয়েটার উইক পয়েন্ট ছেলেটা বুঝতে পেরে যায় আর ভাবে যত যা হোক মেয়েটা যাবে না।কিন্তু ছেলেটা এটাই ভুলে যায় যে ওই মেয়েটার মধ্যেও একটা মন আছে।মেয়েটা যদি বেশি কান্না করে ছেলেটা বলে তুমি বেশি কান্না করবা না।পরে তোমার কান্না আমার গায়ে লাগবে না।


ছেলেটা এতা বুঝে না কত লাভ মেয়েটা করে আর কততা কষ্ট পেলে মেয়েটা কান্না করে।যেই মেয়ে তার বাবা মায়ের কথায় কান্না করে না সেই মেয়ে এখন প্রতিদিন ছেলেটার কথায় কষ্ট পেয়ে কান্না করে।কেন প্রতিটা রিলেশন যেই ভাবে শুরু হয় সেই ভাবে শেষ পর্যন্ত থাকে না।কেন ছেলেটা পরে চেঞ্জ হয়ে যায় যা মেয়েটা কে পরে অনেক বেশি কষ্ট দেয়।কেন ছেলেটা মেয়েটা কে কষ্ট দিয়ে কথা বলে যার জন্য মেয়েটা রাতের পর কাদে!❤️

Post a Comment

0 Comments

তুমি আমার হবে একদিন