একাকিত্ব তুমি বড্ড জেদি, বড্ড বেশি। এত অভিমান তোমার প্রতি তবু তুমি ছেড়ে যাওনি কেন আমায়???
একাকিত্ব তুমি আঁধার রাতে ঘুমন্ত শহর দেখার অনুভূতি। একাকিত্ব তুমি র্নিজন দুপুরে শঙ্খচিলের স্বাধীনভাবে ওড়ার অনুভূতি। একাকিত্ব তুমি কুয়াশার ভোরে লুকিয়ে থাকা শহরের অনুভূতি।
একাকিত্ব তুমি আমায় অভিনয় করতে দাও না ; আমায় বেঁধে রাখো আপনস্বত্বার সাথে!!
পূর্ণিমার রাতে ঘরের কোনে একাকিত্ব তুমি তোমার শেকলে বেঁধে রাখো আমায়।শরতের স্নিগ্ধ আকাশ, কাঠগোলাপের সুবাস তুমি গ্রাস কর একাকিত্ব।
দোলনচাঁপার মৌসুমে তুমি বিদায় নিচ্ছো না কেন একাকিত্ব??
তোমার সাথে আমি আর দিগন্ত পাড়ি দিতে চাই না একাকিত্ব। তোমায় আমি আর ভালোবাসতে চাই না একাকিত্ব।
একাকিত্বের প্রতি কৃষ্ণকলির আবেদন।
একাকিত্ব
কথাঃ-মৃদুলা চৌধুরী।
0 Comments