Ads

Ticker

6/recent/ticker-posts

নারী তুমি চাইলে সবটা বদলে যেত


 তুমি চাইলেই তোমার জীবনের গল্পটা খানিক পাল্টে দিতে পারতে।

তুমি চাইলেই তোমার জীবনের শিরোনামটা তুমি নিজেই লিখতে পারতে।

বদলে দিতে নিজের সব লয়,রীতি,মাত্রা

ছন্দ তখন অন্য হতো তোমার।

তুমি চাইলেই তোমার অন্তমিলে কিংবা ব্যঙ্গতেও

অলংকারের ঝড় ব‌ইত একশ হাজার একটা।

তুমি চাইলে অনেক কিছুই পারতে হতে ,

হতে পারতে নিজেই সবার সেরা।

তোমার নিয়ে গল্প তখন নয় 

উপন্যাস হত পাতার পর পাতা।

কিন্তু তুমি চাইলে ক‌ই,

নিজের মূল্য দিলে ক‌ই।

সারাজীবন ভাবলে শুধুই অপরকে নিয়ে,

তোমার যত‌ ভালো থাকা সবটা তো সেই সংসারকেই ঘিরে।

তুমি চাইলেই পৃথিবীটা অন্যরকম হত

তোমার ছাঁচের আদোল পেয়ে নবজন্ম

নতুন একটা পথ ঠিক‌ই বাৎলে নিত।

তুমি চাইলেই সূর্যটাও মুচকি হেসে বলত,

তোমার তেজের কাছে সত্যি বলছি আমিও ভীষণ তুচ্ছ।

কথাঃ--সুমিতা দাস

Post a Comment

0 Comments

তুমি আমার হবে একদিন